এলো উইন্ডোজ ১১-এর ঘোষণা

২৪ জুন, ২০২১ ২৩:৪২  
নতুন নামের শত শত অনুমান পেছনে ফেলে অপারেটিং সিস্টেমটির নাম ‘উইন্ডোজ ১১’-ই রেখেছে মার্কিন টেক জায়ান্ট। ২৪ জুন নতুন এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটির ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের উইন্ডোজ দলের প্রধান পানোস পানয়। নকশায় বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি উইন্ডোজ স্টোরেও পরিবর্তন আনা হয়েছে। যে কোনো অপারেটিং সিস্টেমেই চলবে নতুন এই অপারেটিং সিস্টেম। সরাসরি উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করা যাবে। উইন্ডোজ ১১ এর প্রকাশিত ভিডিও তে দেখা গেছে এর স্টার্ট মেনুতে বড় পরিবর্তন এসেছে। স্টার্ট বোতামটিও এখন দেখতে বেশ আলাদা। নিচের বাঁ দিকে নয়, বরং টাস্কবারের মাঝামাঝি রাখা হয়েছে সেটি। পাশাপাশি ট্যাব ও টাচস্ক্রিন ডিসপ্লেতে ব্যবহারের জন্য বেশ কিছু সুবিধাও যুক্ত হয়েছে।